দেশের শীর্ষ ১০ ধনী ব্যক্তির অর্থবিত্ত-পরিচয়

পৃথিবীর মোট আয়তনের ৩০০ ভাগের এক ভাগ হলো বাংলাদেশ। একটি ছোট দেশ হলেও এ দেশের রয়েছে অনেক ক্ষমতাধর এবং বিপুল ধনী ব্যক্তিবর্গ। যারা নিজ নিজ কর্ম ক্ষেত্রের দ্বারা এই দেশকে অনেক বড় স্থানে নিয়ে যেতে পেরেছেন। এদেশে ক্রমেই বৃদ্ধি পাচ্ছে কমার্সিয়াল ভাবে গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সংখ্যা (সিআইপি)। এবারের আয়োজনে কয়েকজন শীর্ষ ধনী ব্যক্তির সম্পর্কে জানা যাক। তবে এখানে বেশ অবাক কথা বিএনপি নেতা তারেক রহমানের বন্ধু গিয়াস উদ্দিন আল মামুনকে নিয়ে।
১। মূসা ইবনে সমসের : তিনি প্রিন্স মূসা নামে পরিচিত। তাকে বাংলাদেশের জনশক্তি রপ্তানি বাণিজ্যের অগ্রদূত বলা হয়। তিনি ড্যাটকো গ্রুপের এর মালিক। তিনি প্রায় ৯৫০ মিলিয়ন ডলারের মালিক।
২। সালমান এফ রহমান : বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক ।
৩। আহমেদ আকবর সোবহান : তিনি হচ্ছেন বসুন্ধরা গ্রুপের প্রতিষ্ঠাতা মালিক। তিনি প্রায় ৬০০ মিলিয়ন ডলারের মালিক ।
৪। এম এ হাশেমঃ তিনি পারটেক্স গ্রুপ ও ইউসিবিএল ব্যাংকের চেয়ারম্যান । তিনি প্রায় ৫০০ মিলিয়ন ডলারের মালিক ।
৫।আজম জে চৌধুরী : তিনি ইস্ট-কোস্ট গ্রুপের মালিক, প্রাইম ব্যাংকের চেয়ারম্যান এবং মবিল যমুনা লুব্রিক্যান্টের সোল এজেন্ট । তিনি প্রায় ৪১০ মিলিয়ন ডলারের মালিক ।
৬। গিয়াস উদ্দিন আল মামুন : তিনি তারেক জিয়ার বন্ধু। সর্বকনিষ্ঠ হিসাবে সেরা দশের তালিকায় মামুন। তিনি রিয়েল স্টেট, হোটেল ও মিডিয়া ব্যবসায়ী।
৭। রাগিব আলী: তিনি চা উৎপাদন ব্যাবসায় সফল একজন ব্যাবসায়ী।তিনি সাউথ ইস্ট ব্যাংকের চেয়ারম্যান। তিনি প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক ।
৮। শামসুদ্দিন খান : তিনি একে খান এন্ড কোম্পানি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর । তিনিও প্রায় ৩০০ মিলিয়ন ডলারের মালিক ।
৯। ঈকবাল আহমেদঃ তিনি সিলেটের একজন ব্যাবসায়ী। সামুদ্রিক খাবার ব্যবসায় তিনি সফল। তিনি সীমার্ক গ্রুপ লিবকো ব্রাদার লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর । তিনি প্রায় ২৫০-২৯০ মিলিয়ন ডলারের মালিক ।
১০। সাইফুল ইসলাম কামাল : তিনি নাভানা লিঃ ও নাভানা সিএনজি লিঃ-এর চেয়ারম্যান এবং ডিরেক্টর । তিনিও প্রায় ২৯০ মিলিয়ন ডলারের মালিক ।
Created at 2015-01-08 10:26:10
Back to posts
UNDER MAINTENANCE