
স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জমান খাঁন কামাল বিএনপির চলমান রাজনীতির গতিধারাকে উদ্দেশ্য করে বলেছেন, যতই আষ্ফালন আর হুমকি ধমকী দিন জনগন তা মেনে নেবে না। আপনাদেরকে সাধারন জনগন প্রত্যাখ্যান করেছেন। দেশের মানুষ এখন শান্তিতে ঘুমাতে পারেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি অতীতের চেয়ে এখন অনেক ভালো। অথছ আন্দোলনের নামে বিএনপি দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা চালানোর অপতৎপরতায় লিপ্ত রয়েছে।
প্রতিমন্ত্রী আজ মঙ্গলবার দুপুরে রামগঞ্জ উপজেলা আওয়ামীলীগ আয়োজিত রামগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় চত্বরে এক পথ সভায় এ কথা বলেন।
উপজেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব মোঃ শাহজাহানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী পুলিশের ভূমিকার প্রশংসা করে আরো বলেন, বিগত ঈদসহ বিভিন্ন অনুষ্ঠানে পুলিশ দিনরাত পরিশ্রম করে আসলেও একটি মহল পুলিশের ভূমিকা প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা চালাচ্ছে।
তিনি এসময় রামগঞ্জ থানা প্রশাসনকে দলমত নির্বিশেষে কাজ করার নির্দেশ প্রদান করেন। সভায় আওয়ামীলীগসহ স্থানীয় এলাকাবাসীর দাবীর মুখে তিনি বলেন, আগামী দেড় মাসের মধ্যে রামগঞ্জ উপজেলায় নির্মিত বিদ্যুতের সাব ষ্টেশনটি চালু করার আশ্বাস প্রদান করেন।
রামগঞ্জ পৌরসভার মেয়র ও পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক বেলাল আহম্মেদের সঞ্চালনায় এসময় আরো বক্তব্য রাখেন, লক্ষ্মীপুর ১ রামগঞ্জ আসনের সংসদ সদস্য ও তরিকত ফেডারেশনের মহাসচিব লায়ন এম এ আউয়াল, উপজেলা পরিষদ চেয়ারম্যান আকম রুহুল আমিন, ভাইস চেয়ারম্যান দেলোয়ার হোসেন দেওয়ান বাচ্চু। এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, সদর আসনের সাংসদ শাহজাহান কামাল, রায়পুর উপজেলার সাংসদ এম এ নোমান, রামগতি উপজেলা সাংসদ মোঃ আবদুল্লাহ (আল মামুন), জেলা আওয়ামীলীগের সভাপতি এম আলাউদ্দিন, সাধারন সম্পাদক মিজানুর রহিম, জেলা পরিষদ প্রশাসক ও সাবেক অতিরিক্ত সচিব মোঃ শামছুল ইসলাম, রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন।উপজেলা যুবলীগ সভাপতি এমরান হোসেন এমু, সাধারন সম্পাদক লিয়াকত হোসেন ইরান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সৈকত মাহমুদ শামছু, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান ভূইয়া সুমন, কলেজ শাখা ছাত্রলীগের সাধারন সম্পাদক সাখাওয়াত হোসেন রাজু, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক ফয়সাল মাল, ছাত্রলীগ নেতা মেহেদী হাচান মঞ্জু, জসিম উদ্দীন ভূইয়া, স্বেচ্ছাসেবকলীগসহ সংগঠনের নেতৃবৃন্দ। পথসভা শেষে তিনি লক্ষ্মীপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস উদ্ভোধন করার জন্য লক্ষ্মীপুরের উদ্দেশ্যে রওয়ানা দেন।
UNDER MAINTENANCE