রামগঞ্জে যুবলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি |
রামগঞ্জ উপজেলার করপাড়া নূরে মদিনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নুরুজ্জামান (৫৫)কে রুবেল (২৫) নামে এক ইউনিয়ন যুবলীগ নেতা লাঞ্ছিত করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর ১২টায় মাদ্রাসার শ্রেণীকক্ষে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার করপাড়া গ্রামের হাজীবাড়ীর বেলাল মিয়ার ছেলে স্থানীয় যুবলীগ নেতা রুবেল দুপুর ১২টার দিকে করপাড়া নূরে মদিনা দাখিল মাদ্রাসায় হাজির হয়ে শ্রেণী কক্ষে ঢুকে হাজিরা খাতা নিয়ে ৯ম শ্রেণীর ছাত্রী জেরিনের তথ্য জানতে চায়। এই সময় শিক্ষক নুরেজ্জমান তাকে অফিসে যাওয়ার কথা বললে রুবেল উত্তেজিত হয়ে গালিগালাজ করে মারধর করার জন্য ছুটে আসে। এ সময় অন্য শিক্ষকরা তাকে রক্ষা করেন। রুবেল বলেন, আমি আমাদের বাড়ির জেরিন নামের ছাত্রীটির বয়সের তথ্যটি জানতে গেলে মাদ্রাসায় কাউকে না পেয়ে একজন ছাত্রকে জিজ্ঞাসা করা হয়। এ সময় শিক্ষক নুরেজ্জমান আমার সাথে খারাপ আচরণ করে উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ করেন।
Created at 2014-09-18 19:02:12
Back to posts
UNDER MAINTENANCE
রামগঞ্জে যুবলীগ নেতার হাতে শিক্ষক লাঞ্ছিত
রামগঞ্জ (লক্ষ্মীপুর) প্রতিনিধি |
রামগঞ্জ উপজেলার করপাড়া নূরে মদিনা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক নুরুজ্জামান (৫৫)কে রুবেল (২৫) নামে এক ইউনিয়ন যুবলীগ নেতা লাঞ্ছিত করেছে। ঘটনাটি ঘটেছে গতকাল দুপুর ১২টায় মাদ্রাসার শ্রেণীকক্ষে। প্রত্যক্ষদর্শীরা জানায়, উপজেলার করপাড়া গ্রামের হাজীবাড়ীর বেলাল মিয়ার ছেলে স্থানীয় যুবলীগ নেতা রুবেল দুপুর ১২টার দিকে করপাড়া নূরে মদিনা দাখিল মাদ্রাসায় হাজির হয়ে শ্রেণী কক্ষে ঢুকে হাজিরা খাতা নিয়ে ৯ম শ্রেণীর ছাত্রী জেরিনের তথ্য জানতে চায়। এই সময় শিক্ষক নুরেজ্জমান তাকে অফিসে যাওয়ার কথা বললে রুবেল উত্তেজিত হয়ে গালিগালাজ করে মারধর করার জন্য ছুটে আসে। এ সময় অন্য শিক্ষকরা তাকে রক্ষা করেন। রুবেল বলেন, আমি আমাদের বাড়ির জেরিন নামের ছাত্রীটির বয়সের তথ্যটি জানতে গেলে মাদ্রাসায় কাউকে না পেয়ে একজন ছাত্রকে জিজ্ঞাসা করা হয়। এ সময় শিক্ষক নুরেজ্জমান আমার সাথে খারাপ আচরণ করে উল্টো আমার বিরুদ্ধে অভিযোগ করেন।
Created at 2014-09-18 19:02:12
Back to posts
UNDER MAINTENANCE
এটা করা ঠীক না
Tar sasti hoya ucit