রামগঞ্জে বাল্যবিয়ের খাবার খেলো পুলিশ !!

শেষ পর্যন্ত রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে রামগঞ্জ থানার পুলিশ স্টাফ ও এতিমখানার দুস্থদের মাঝে অনুষ্ঠানের খাবার বিতরণ করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ভাট্টা ইউনিয়ানের কমরতলা গ্রামের ভান্ডারি বাড়িতে।
শুক্রবার (১ আগষ্ট) প্রবাসী ফজল হকের মেয়ে পলি আক্তারের সাথে পৌর শহরস্থ সোনাপুর গ্রামের অনু বেপারি বাড়ির সোহাগের বিয়ের দিন ধার্য্য করা হয়। খবর পেয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম বাল্যবিয়েটি বন্ধ করে দিয়ে ১ হাজার টাকা জরিমানা করে বিয়ে অনুষ্ঠানে ২৫০ জন অতিথির খাবার তিনটি এতিমখানা ও রামগঞ্জ থানার ষ্ট্যাফদের মাঝে বিতরন করার খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার ভাট্টা ইউনিয়ানের কমরতলা গ্রামের ভান্ডারি বাড়ির প্রবাসী ফজল হকের মেয়ে পলি আক্তার (১৭) সাথে একটি মহল পলির বিয়ের প্রস্তাব নিয়ে গেলে পলির মা তা প্রত্যাখান করে পৌর শহরস্থ সোনাপুর গ্রামের অনুবেপারি বাড়ির সোহাগের সাথে উভয় পরিবারের সম্মতিতে শুক্রবার (১ আগষ্ট) বিয়ের দিন ঠিক করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ঐ মহলটি ইন্দন দিলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাল্যবিয়ে বন্ধ করে বিয়ের খাওয়ার মোহাম্মদিয়া,টামটা,কেতুড়ী এতিম খানা ও থানার ষ্ট্রাপদের মাঝে বিতরন কওে দেন।
ভাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা কামাল জানান,পূব শত্রুতা ছিল কিন্তু মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে বন্ধ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম জানান,পলির জন্ম নিবন্ধন দেখাতে পারে নাই তবে পলি পানিওয়ালা উচ্চ বিদ্যালয়ের নমব শ্রেনীর ছাত্রী তাই বাল্যবিয়ের কারনে বিয়ে বন্ধ করে মেয়ের মায়ের ১ হাজার টাকা জরিমানা ও বিয়ের ২৫০ জনের খাওয়ার তিনটি এতিম খানা ও থানার ষ্ট্রাপদের মাঝে বিতরন করে দিয়েছি ।
Created at 2014-08-03 00:18:40
Back to posts
UNDER MAINTENANCE
রামগঞ্জে বাল্যবিয়ের খাবার খেলো পুলিশ !!

শেষ পর্যন্ত রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা কাজী মাহবুবুল আলম বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে রামগঞ্জ থানার পুলিশ স্টাফ ও এতিমখানার দুস্থদের মাঝে অনুষ্ঠানের খাবার বিতরণ করে দিয়েছেন। ঘটনাটি ঘটেছে রামগঞ্জ উপজেলার ভাট্টা ইউনিয়ানের কমরতলা গ্রামের ভান্ডারি বাড়িতে।
শুক্রবার (১ আগষ্ট) প্রবাসী ফজল হকের মেয়ে পলি আক্তারের সাথে পৌর শহরস্থ সোনাপুর গ্রামের অনু বেপারি বাড়ির সোহাগের বিয়ের দিন ধার্য্য করা হয়। খবর পেয়ে রামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম বাল্যবিয়েটি বন্ধ করে দিয়ে ১ হাজার টাকা জরিমানা করে বিয়ে অনুষ্ঠানে ২৫০ জন অতিথির খাবার তিনটি এতিমখানা ও রামগঞ্জ থানার ষ্ট্যাফদের মাঝে বিতরন করার খবর পাওয়া গেছে।
স্থানীয় সুত্রে জানা যায়,উপজেলার ভাট্টা ইউনিয়ানের কমরতলা গ্রামের ভান্ডারি বাড়ির প্রবাসী ফজল হকের মেয়ে পলি আক্তার (১৭) সাথে একটি মহল পলির বিয়ের প্রস্তাব নিয়ে গেলে পলির মা তা প্রত্যাখান করে পৌর শহরস্থ সোনাপুর গ্রামের অনুবেপারি বাড়ির সোহাগের সাথে উভয় পরিবারের সম্মতিতে শুক্রবার (১ আগষ্ট) বিয়ের দিন ঠিক করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে ঐ মহলটি ইন্দন দিলে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট বাল্যবিয়ে বন্ধ করে বিয়ের খাওয়ার মোহাম্মদিয়া,টামটা,কেতুড়ী এতিম খানা ও থানার ষ্ট্রাপদের মাঝে বিতরন কওে দেন।
ভাট্টা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোস্তফা কামাল জানান,পূব শত্রুতা ছিল কিন্তু মেয়ের বয়স ১৮ বছর না হওয়ায় বিয়ে বন্ধ করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট কাজী মাহবুবুল আলম জানান,পলির জন্ম নিবন্ধন দেখাতে পারে নাই তবে পলি পানিওয়ালা উচ্চ বিদ্যালয়ের নমব শ্রেনীর ছাত্রী তাই বাল্যবিয়ের কারনে বিয়ে বন্ধ করে মেয়ের মায়ের ১ হাজার টাকা জরিমানা ও বিয়ের ২৫০ জনের খাওয়ার তিনটি এতিম খানা ও থানার ষ্ট্রাপদের মাঝে বিতরন করে দিয়েছি ।
Created at 2014-08-03 00:18:40
Back to posts
UNDER MAINTENANCE