রামগঞ্জে মোটর সাইকেল চাপায় নিহত ১, আহত ৩

রামগঞ্জ নিউজ ২৪ডট কম প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর-পানিওয়ালা-চিতৌষি সড়কের পন্ডিতের পোল (মাঁধারীবাড়ী) নামক স্থানে সোমবার দুপুরে মোটরসাইকেল চপায় কলচমা মাঁধারীবাড়ীর আঃ হামিদ (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। এসময় চালক বাবু (২২)সহ মোটরসাইকেলের অন্য দুই আরোহী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানায়, রামগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ হারুনের ছেলে মোঃ বাবু বেপরোয়াগতিতে রামগঞ্জ বাজার থেকে কেথুড়ী গ্রামের নিজ বাড়ীতে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় আঃ হামিদকে চাপা দিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন। এসময় আবদুল হামিদ ঘটনাস্থলেই নিহত হন। দূর্ঘটনায় চালক বাবু ও অন্য দুই আরোহী মারাত্মক আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) লোকমান হোসেন জানান , বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
Created at 2014-08-04 09:41:29
Back to posts
UNDER MAINTENANCE
রামগঞ্জে মোটর সাইকেল চাপায় নিহত ১, আহত ৩

রামগঞ্জ নিউজ ২৪ডট কম প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলার সোনাপুর-পানিওয়ালা-চিতৌষি সড়কের পন্ডিতের পোল (মাঁধারীবাড়ী) নামক স্থানে সোমবার দুপুরে মোটরসাইকেল চপায় কলচমা মাঁধারীবাড়ীর আঃ হামিদ (৬৫) ঘটনাস্থলেই নিহত হন। এসময় চালক বাবু (২২)সহ মোটরসাইকেলের অন্য দুই আরোহী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানায়, রামগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ হারুনের ছেলে মোঃ বাবু বেপরোয়াগতিতে রামগঞ্জ বাজার থেকে কেথুড়ী গ্রামের নিজ বাড়ীতে মোটরসাইকেলযোগে যাওয়ার সময় আঃ হামিদকে চাপা দিয়ে রাস্তার পাশে ছিটকে পড়েন। এসময় আবদুল হামিদ ঘটনাস্থলেই নিহত হন। দূর্ঘটনায় চালক বাবু ও অন্য দুই আরোহী মারাত্মক আহত হয়। আহতদের স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি স্থানীয়ভাবে মিমাংসার চেষ্টা চলছে
রামগঞ্জ থানা অফিসার ইনচার্জ(ওসি) লোকমান হোসেন জানান , বিষয়টি নিয়ে থানায় কেউ অভিযোগ করেনি।
Created at 2014-08-04 09:41:29
Back to posts
UNDER MAINTENANCE
Mr.লোকমান অাপনার মতো অপিচার থাকল বাংলা দেশ হতো শোনার দেশ