রামগঞ্জে বিদেশি পিস্তল ও এলজিসহ সন্ত্রাসী সুমন গ্রেফতার

জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর এলাকা থেকে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম সুমন (৩৪) কে একটি বিদেশী পিস্তল, একটি এলজি, ১৪ রাউন্ড গুলি ও দুইটি হ্যান্ডক্যাপসহ আজ বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। সে রামগ্ঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁ পাটোয়ারী বাড়ীর সামছুর নুর পাটোয়ারীর ছেলে ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় রামগঞ্জ থানা পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম সুমনকে ইছাপুর এলাকার নয়নপুর খাশেরবাড়ীর যুবলীগ নেতা লিটন হাজারীর ঘর থেকে রামগঞ্জ থানা পুলিশ সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ লিটনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ সময় সুমনের কাছ থেকে একটি ইতালিয়ান পিস্তল, একটি এলজি ও ১৪ রাউন্ড পুলিশ উদ্ধার করা হয়। সে বর্তমানে সে রামগ্ঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন সন্ত্রাসী সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতারের কথা নিশ্চিত করে জানান, সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী । তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতী, ছিনতাই ও অস্ত্র মামলা রয়েছে। তার বিরুদ্বে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হবে।
Created at 2014-08-07 22:06:21
Back to posts
UNDER MAINTENANCE
রামগঞ্জে বিদেশি পিস্তল ও এলজিসহ সন্ত্রাসী সুমন গ্রেফতার

জেলার রামগঞ্জ উপজেলার ইছাপুর এলাকা থেকে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম সুমন (৩৪) কে একটি বিদেশী পিস্তল, একটি এলজি, ১৪ রাউন্ড গুলি ও দুইটি হ্যান্ডক্যাপসহ আজ বৃহস্পতিবার বিকালে গ্রেফতার করেছে রামগঞ্জ থানা পুলিশ। সে রামগ্ঞ্জ উপজেলার চাঙ্গিরগাঁ পাটোয়ারী বাড়ীর সামছুর নুর পাটোয়ারীর ছেলে ।
এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টায় রামগঞ্জ থানা পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী সাইফুল ইসলাম সুমনকে ইছাপুর এলাকার নয়নপুর খাশেরবাড়ীর যুবলীগ নেতা লিটন হাজারীর ঘর থেকে রামগঞ্জ থানা পুলিশ সুমনকে গ্রেফতার করতে সক্ষম হয়। পুলিশ লিটনের স্ত্রীকেও জিজ্ঞাসাবাদের জন্য আটক করে। এ সময় সুমনের কাছ থেকে একটি ইতালিয়ান পিস্তল, একটি এলজি ও ১৪ রাউন্ড পুলিশ উদ্ধার করা হয়। সে বর্তমানে সে রামগ্ঞ্জ থানা পুলিশ হেফাজতে রয়েছে।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ লোকমান হোসেন সন্ত্রাসী সাইফুল ইসলাম সুমনকে গ্রেফতারের কথা নিশ্চিত করে জানান, সে পুলিশের তালিকাভূক্ত সন্ত্রাসী । তাকে জিজ্ঞাসাবাদের জন্য থানা হেফাজতে রাখা হয়েছে। তার বিরুদ্ধে ডাকাতী, ছিনতাই ও অস্ত্র মামলা রয়েছে। তার বিরুদ্বে অস্ত্র আইনে আরো একটি মামলা দায়ের করা হবে।
Created at 2014-08-07 22:06:21
Back to posts
UNDER MAINTENANCE
amar paser elakay.