‘তাহেরপুত্রের বিয়ে কারাবিধি মেনে’
নিজস্ব প্রতিবেদক,রামগঞ্জনিউজ টোয়েন্টিফোর ডটকম
লক্ষ্মীপুরের জেলখানায় তাহেরপুত্রের বিয়ে কারাবিধি মেনেই হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার সঙ্গে জেলা প্রশাসক ও আইজি প্রিজন্সের কথা হয়েছে। তারা জানিয়েছেন, নিয়ম মেনেই তাহেরপুত্রের বিয়ে হয়েছে। কোনো ধরনের নিয়মের বাহিরে কিছু হয়নি।”
শুক্রবার লক্ষ্মীপুর কারাগারে স্থানীয় মেয়র তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লব ও লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলামের ভাতিজা আবুল খায়েরের মেয়ে সানজিদা আক্তার পিউয়ের বিয়ের হয়।
গণমাধ্যমে এসেছে, কারাগারেই বিপ্লবের গায়ে হলুদ এবং বিয়ের পর রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে কারাফটকে বর-কনের সাক্ষাতের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “জেলখানার কয়েদিরা গায়ে হলুদ করেছে, নাকি বাহির থেকে লোক ঢুকে করেছে সে ধরনের তথ্য আমার কাছে নেই। যতটুকু জানতে পেরেছি, নিয়মের মধ্যে থেকেই সব হয়েছে।”
বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যাকাণ্ডের মামলায় আদালতের রায়ে মৃত্যুদণ্ড হয়েছিল বিপ্লবের। তবে আওয়ামী লীগের গত মেয়াদে রাষ্ট্রপতি তার মৃত্যুদণ্ড মওকুফ করার পর এখন যাবজ্জীবন সাজা খাটছেন বিপ্লব।
আরো দুটি খুনের মামলায়ও দণ্ডিত ৩৮ বছর বয়সী বিপ্লবের স্ত্রী সানজিদা আক্তার পিউ লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।
এদিকে বিএনপির আন্দোলন কিভাবে মোকাবেলা করবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করলে আমাদের কোনো বাধা নেই। রাজনৈতিকভাবে আন্দোলন করলে রাজনৈতিকভাবে মোকাবেলা করবো।
“বিএনপি রাজনৈতিক আন্দোলন করবেই। গণতান্ত্রিক দেশে তা (আন্দোলন) হবে।”
তবে আন্দোলনের নামে সহিংসতা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করেন আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, “সহিংস আন্দোলন, ভাংচুর সহ্য করা হবে না। তবে কাউকে নির্যাতনও করা হবে না।”
Created at 2014-08-03 10:15:48
Back to posts
UNDER MAINTENANCE
‘তাহেরপুত্রের বিয়ে কারাবিধি মেনে’
নিজস্ব প্রতিবেদক,রামগঞ্জনিউজ টোয়েন্টিফোর ডটকম
লক্ষ্মীপুরের জেলখানায় তাহেরপুত্রের বিয়ে কারাবিধি মেনেই হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।
রোববার সচিবালয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমার সঙ্গে জেলা প্রশাসক ও আইজি প্রিজন্সের কথা হয়েছে। তারা জানিয়েছেন, নিয়ম মেনেই তাহেরপুত্রের বিয়ে হয়েছে। কোনো ধরনের নিয়মের বাহিরে কিছু হয়নি।”
শুক্রবার লক্ষ্মীপুর কারাগারে স্থানীয় মেয়র তাহেরের ছেলে আফতাব উদ্দিন বিপ্লব ও লক্ষ্মীপুর পৌরসভার লামচরী এলাকার জামায়াতে ইসলামীর নেতা ও সাবেক সংসদ সদস্য সফিকুল ইসলামের ভাতিজা আবুল খায়েরের মেয়ে সানজিদা আক্তার পিউয়ের বিয়ের হয়।
গণমাধ্যমে এসেছে, কারাগারেই বিপ্লবের গায়ে হলুদ এবং বিয়ের পর রাত সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে কারাফটকে বর-কনের সাক্ষাতের ব্যবস্থা করা হয়।
এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে মন্ত্রী বলেন, “জেলখানার কয়েদিরা গায়ে হলুদ করেছে, নাকি বাহির থেকে লোক ঢুকে করেছে সে ধরনের তথ্য আমার কাছে নেই। যতটুকু জানতে পেরেছি, নিয়মের মধ্যে থেকেই সব হয়েছে।”
বিএনপি নেতা নুরুল ইসলাম হত্যাকাণ্ডের মামলায় আদালতের রায়ে মৃত্যুদণ্ড হয়েছিল বিপ্লবের। তবে আওয়ামী লীগের গত মেয়াদে রাষ্ট্রপতি তার মৃত্যুদণ্ড মওকুফ করার পর এখন যাবজ্জীবন সাজা খাটছেন বিপ্লব।
আরো দুটি খুনের মামলায়ও দণ্ডিত ৩৮ বছর বয়সী বিপ্লবের স্ত্রী সানজিদা আক্তার পিউ লক্ষ্মীপুর সরকারি কলেজের স্নাতক দ্বিতীয় বর্ষের ছাত্রী।
এদিকে বিএনপির আন্দোলন কিভাবে মোকাবেলা করবেন- সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, “নিয়মতান্ত্রিকভাবে আন্দোলন করলে আমাদের কোনো বাধা নেই। রাজনৈতিকভাবে আন্দোলন করলে রাজনৈতিকভাবে মোকাবেলা করবো।
“বিএনপি রাজনৈতিক আন্দোলন করবেই। গণতান্ত্রিক দেশে তা (আন্দোলন) হবে।”
তবে আন্দোলনের নামে সহিংসতা সহ্য করা হবে না বলেও হুঁশিয়ার করেন আসাদুজ্জামান খাঁন কামাল।
তিনি বলেন, “সহিংস আন্দোলন, ভাংচুর সহ্য করা হবে না। তবে কাউকে নির্যাতনও করা হবে না।”
Created at 2014-08-03 10:15:48
Back to posts
UNDER MAINTENANCE