রামগঞ্জে অপরাধ দমনে যৌথ অভিযান,পুলিশের হাত থেকে আসামী ছিনতাই।

লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নে অপরাধ দমনে তালিকা ভূক্ত সন্ত্রাসী ধরতে আজ রবি বার সকাল ১০টা হইতে যৌথ অভিযান পরিচালনা করে প্রশাসন।অভিযানে পুলিশের তালিকা ভূক্ত আসামি মিঠুকে আটক করে পুলিশ।মিঠুকে আটকে পুলিশের উপর হামলা করে ইউ,পি চেয়ারম্যান মজিব ও তার বাহিনী মিঠুকে ছিনিয়ে নেয়।
পুলিশ এ সময় বাহিনী প্রধান মজিবকে আটক করে।
সূত্র জানায়,মজিবকে আটকের খবরে তার বাহিনীরা পুলিশের উপর গুলি ছোঁড়ে।পুলিশ ও পাল্টা গুলি ছোঁড়ে।গোলা গুলিতে অন্ত্যত ২ জন গুলি বৃদ্ধ হয় এবং ১০ জন আহত হয়।পুলিশ হামলাকারী ও আসামি ছিনতাইকারীদের মধ্যে ইউ,পি,চেয়ারম্যান মজিব,ইউ,পি,মেম্বার বেলাল সহ ৪ জনকে আটক করে।
অভিযান সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক প্রসাশনের এক কর্মকর্তা বলেন,১২ আগষ্ট স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রামগঞ্জ সফরে এলে থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা ও জেলার এস পি,ডি সি,মহোদ্বয় কে অপরাধী ধরতে নির্দেশনা দেন।এরই অংশ হিসেবে জেলার অন্য স্থানের ন্যায় এই অভিযান।
অন্য এক অফিসার বলেন,আসামি মিঠু সাইফুল হত্যা সহ একাদিক হত্যা মামলা ও ডাকাতি মামলায় পুলিশের তালিকাভূক্ত আসামী।সরকারের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অপরাধ দমনে অপরাধীদের গ্রেফতার অভিযান চলবে বলেও জানান এই কর্ম কর্তা।
Created at 2014-08-17 01:23:43
Back to posts
UNDER MAINTENANCE
রামগঞ্জে অপরাধ দমনে যৌথ অভিযান,পুলিশের হাত থেকে আসামী ছিনতাই।

লক্ষ্মীপুর রামগঞ্জ উপজেলার ৮নং করপাড়া ইউনিয়নে অপরাধ দমনে তালিকা ভূক্ত সন্ত্রাসী ধরতে আজ রবি বার সকাল ১০টা হইতে যৌথ অভিযান পরিচালনা করে প্রশাসন।অভিযানে পুলিশের তালিকা ভূক্ত আসামি মিঠুকে আটক করে পুলিশ।মিঠুকে আটকে পুলিশের উপর হামলা করে ইউ,পি চেয়ারম্যান মজিব ও তার বাহিনী মিঠুকে ছিনিয়ে নেয়।
পুলিশ এ সময় বাহিনী প্রধান মজিবকে আটক করে।
সূত্র জানায়,মজিবকে আটকের খবরে তার বাহিনীরা পুলিশের উপর গুলি ছোঁড়ে।পুলিশ ও পাল্টা গুলি ছোঁড়ে।গোলা গুলিতে অন্ত্যত ২ জন গুলি বৃদ্ধ হয় এবং ১০ জন আহত হয়।পুলিশ হামলাকারী ও আসামি ছিনতাইকারীদের মধ্যে ইউ,পি,চেয়ারম্যান মজিব,ইউ,পি,মেম্বার বেলাল সহ ৪ জনকে আটক করে।
অভিযান সম্পর্কে নাম প্রকাশে অনিচ্ছুক প্রসাশনের এক কর্মকর্তা বলেন,১২ আগষ্ট স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী রামগঞ্জ সফরে এলে থানার ভারপ্রাপ্ত কর্ম কর্তা ও জেলার এস পি,ডি সি,মহোদ্বয় কে অপরাধী ধরতে নির্দেশনা দেন।এরই অংশ হিসেবে জেলার অন্য স্থানের ন্যায় এই অভিযান।
অন্য এক অফিসার বলেন,আসামি মিঠু সাইফুল হত্যা সহ একাদিক হত্যা মামলা ও ডাকাতি মামলায় পুলিশের তালিকাভূক্ত আসামী।সরকারের পরবর্তী নির্দেশ না পাওয়া পর্যন্ত অপরাধ দমনে অপরাধীদের গ্রেফতার অভিযান চলবে বলেও জানান এই কর্ম কর্তা।
Created at 2014-08-17 01:23:43
Back to posts
UNDER MAINTENANCE
chor polish khela .dekte amar kache baloi lage