লক্ষ্মীপুরে পুলিশ-সন্ত্রাসী গুলি বিনিময়

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের উত্তর মাগুরী থেকে অস্ত্রের মুখে তিনজনকে অপহরণ করেছে সন্ত্রাসীরা। অপহৃতদের উদ্ধারের চেষ্টাকালে বুধবার রাত ৯টার সময় পুলিশ ও সন্ত্রাসীদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে পুলিশ কনস্টেবল মাঈন উদ্দিন ও সন্ত্রাসী আলমগীর হোসেনসহ দুইজন আহত হয়েছে। এসময় ঘটনাস্থল থেকে ১৭ রাউন্ড গুলি ও তিনটি ককটেলসহ সন্ত্রাসী সোহাগ ও ইছমাইল হোসেন নামে দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ। ঘটনাস্থল থেকে অপহৃত শাকিলসহ তিনজনকে উদ্ধার করেছে পুলিশ। অপহৃত ও পুলিশ সূত্রে জানা যায়, সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের মতারহাট এলাকায় থেকে বুধবার সকালে নির্মাণ শ্রমিক শাকিল,সুজন ও জামাল উদ্দিনকে অস্ত্রের মুখে জিম্মি করে অপহরণ করে সিএনজি তুলে নিয়ে যায় সন্ত্রাসীরা। পরে মোবাইল ফোনে অপহৃতদের পরিবারের কাছে মুক্তিপণের দাবি করে তাদেরকে মারধর করে। এ খবর পেয়ে গোপন সংবাদের ভিত্তিতে রাতে দত্তপাড়া তদন্ত কেন্দ্রের পুলিশ অপহৃতদের উদ্ধারে অভিযান চালায় একই উপজেলার উত্তর মাগুরী এলাকায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি ছুড়ে। পরে পুলিশ ও কয়েক রাউন্ড পাল্টা গুলি ছুঁড়ে। এতে দুই পক্ষের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটে। এতে পুলিশ কনস্টেবল মাঈন উদ্দিন ও সন্ত্রাসী আলমগীর হোসেন আহত হয়। পুলিশ ওই এলাকার একটি বাগান থেকে আহত অবস্থায় অপহৃত শাকিলসহ তিনজনকে উদ্ধার করে। এছাড়া পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী সোহাগ ও ইছমাইল হোসেনকে ১৭ রাউন্ড গুলি ও তিনটি ককটেলসহ গ্রেফতার করে।
Created at 2014-12-18 00:08:06
Back to posts
UNDER MAINTENANCE