কবর দেয়ার ২ ঘণ্টা পর বেঁচে উঠল সদ্যোজাত

মাঝে মাঝে প্রায় অবিশ্বাস্য কোনো ঘটনার হিড়িক পড়ে যায়। এখন যেমন হচ্ছে মৃত ঘোষণার পর বেঁচে ওঠা। ইউরোপে এমন ঘটনার পর বাংলাদেশে ঘটেছে। তবে চীনের ঘটনাটি সবকিছু ছাপিয়ে গেছে।
সেখানে মৃত সন্তান প্রসব করেছেন ভেবে এক মা তার সদ্যোজাত সন্তানকে কবর দেয়ার দুই ঘণ্টা পর তাকে জীবিত উদ্ধার করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে উত্তর-পূর্ব চিনের ডংডং প্রদেশে একটি গ্রামে। ওই নারীর স্বামী হি ইয়ং জানিয়েছেন, তার স্ত্রী ভেবেছিলেন তিনি চার মাসের অন্তঃসত্ত্বা। ঘরের কাজ করার সময় হঠাৎ প্রসব করেন তিনি।
স্বামীর কথায়, ‘আমি তখন বাড়ির বাইরে কাজ করছিলাম। স্ত্রীর চিৎকার শুনে আমি ছুটে ঘরে ঢুকে দেখি স্ত্রী ব্যথায় কাতরাচ্ছেন। দ্রুত তাকে ও বাচ্চা হাসপাতালে নিয়ে যাব এমনটাই ঠিক করেছি। সে সময় স্ত্রী বলেন যে বাচ্চাটি মৃত। তার কথা মেনেই আমি শুধু স্ত্রী নিয়েই হাসপাতালে যাই।’
সেখানে চিকিৎসকরা বলেন, বাচ্চাটি হয়তো বেঁচে থাকতে পারে। ভালো করে পরীক্ষা না করে কিছু বলা ঠিক নয়। সে সময় নারীর স্বামী বাড়ি ফিরে দেখেন বাচ্চাটিকে ইতিমধ্যেই তার শ্বশুর বাড়ির সামনেই একটি গাছের নিচে কবর দিয়ে দিয়েছেন। তিনি দ্রুত কবর খুঁড়ে বাচ্চাটিকে বার করে দেখেন সে তখনো জীবিত রয়েছে। তখন বাচ্চাটিকেও হাসপাতালে নিয়ে যান তিনি। সঠিক চিকিৎসার জন্য সে বেঁচে যায়।
আরো আশ্চর্যের বিষয়, ওই দম্পতি খুবই গরিব। ফলে ওই নারীর স্বামী তিন দিনের বেশি হাসপাতালের খরচ বহন করতে না পেরে বাড়িতে নিয়ে আসেন মা ও বাচ্চাকে। তবে খবরটি প্রকাশ হওয়ার পর বহু মানুষ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন। ফলে কয়েক দিন বাদেই ফের বাচ্চাটিকে হাসপাতালে ভর্তি করা সম্ভব হয়।
Created at 2014-12-06 15:42:01
Back to posts
UNDER MAINTENANCE