রামগঞ্জে বাল্য বিয়ের শিকার ৯ম শ্রেণীর ছাত্রী

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার মাসি¤পুর এএলএম উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী ফাতেমা আক্তার রিতা (১৪) বাল্য বিয়ের শিকার হলো। উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানকে বৃদ্ধাঙ্গল দেখিয়ে ছাত্রীর অভিভাবকরা শুক্রবার বিকেল ৪টার দিকে বিয়ের কাজ সম্পূণ করেছে। স্থানীয় সূত্র জানায়, মাসি¤পুর উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর মেধাবী ছাত্রী উল্টর হরিশ্চর গ্রাম বড় বাড়ির মোকলেসুর রহমানের মেয়ের সাথে রায়পুর উপজেলার উত্তর কেরোয়া গ্রামের সাজি বাড়ির প্রবাসী রুবেলের বিয়ে শুক্রবার পারিবারিক ভাবে ঠিক হয়। এই সংবাদ জানতে পেরে বুধ ও বৃহস্পতিবার উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও চন্ডিপুর ইউপি চেয়ারম্যান পৃথকভাবে প্রতিনিধি পাঠিয়ে বিয়ের কাজ বন্ধ করতে পরিবারের সদস্যদের অনুরোধ করে। বৃহস্পতিবার সন্ধ্যায় ছাত্রীর অভিবাবকরা উপজেলা উপস্থিত হয়ে লিখিতভাবে জানায় বিয়ে হবে না। কিন্তু প্রশাসন ও চেয়ারম্যানকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে স্থানীয় কাজী ও আ‘লীগের এক নেতা মোটা অংকের টাকার বিনিময়ে বিয়ের কাজ সর্ম্পণ করে। ইউপি কাজী আবুল খায়ের বলেন, এজেন্টের মাধ্যমে নিকাহ নামার ফরমে স্বাক্ষর নেওয়া হয়েছে বালাম বইতে নিকাহ নিবন্ধন করা হয়নি। ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, প্রশাসনের নির্দেশ অমান্য করে কি ভাবে বিয়ে সর্ম্পণ হয়েছে তা আমার বোঁধদয় হয় না। সহকারী কমিশনার মোঃ রফিকুল হক বলেন, ইউএনও সাহেব ছুটি থেকে আসার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Created at 2014-12-06 15:00:56
Back to posts
UNDER MAINTENANCE