রামগঞ্জে প্রধান শিক্ষক বিহিন৪৭ টি প্রাথমিক স্কুল
রামগঞ্জ উপজেলার ১৬১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৭ টি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও ৬৮ জন সহকারি শিক্ষক পদে দীর্ঘদিন ধরে শুন্য রয়েছে। এমন কি উপজেলা শিক্ষা কর্মকর্তার পদে ও শুন্য হওয়ায় নুয়ে পড়েছে শিক্ষা ব্যবস্থা। এ সব স্কুল ও শিক্ষা অফিসেরকার্যক্রম চলছে ভারপ্রাপ্ত দিয়ে। ফলে উপজেলা শিক্ষা অফিসসহ সংশি¬ষ্টস্কুলগুলোতে প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম স্থবির হয়ে পড়েছে।অভিভাবক ও স্কুল পরিচালনা কমিটির সদস্যরা জানান, কোমলমতি শিশু শিক্ষার্থীরা প্রধান শিক্ষক ও সহকারি শিক্ষকের অভাবে পাঠ গ্রহণ থেকে বঞ্চিত হচ্ছে। ঐ সব স্কুলের ২০১৪ ইং সালের সমাপনী শিক্ষার্থীদের অভিবাবরা প্রতিযোগিতামুলক শিক্ষাঙ্গনে এবারের ফলাফল নিয়ে ছিন্তায় আছেন ।উপজেলা প্রাথমিক শিক্ষা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিনহাজ উদ্দিন জানান, কলচমা, উত্তর দরবেশপুর, নুনিয়াপাড়া, শেফালীপাড়া, নওয়াগাঁও বালিকা, কাশিম নগর, হানুবাইশ, নাগমুদবাজার, নাগমুদ মধ্যপাড়া, নাগমুদ মজিদিয়া, পূর্ব করপাড়া, আশার কোটা, শিং বাইশ সহ ২১টি ও সদ্য সরকারি হওয়া রেজেষ্টার স্কুলের মধ্যে দক্ষিন জগৎপুর, ফকিরপুর, শ্রীপুর, অভিরামপুর, রতনপুর কালিতলা, পূর্ব শেফালীপাড়া তরুলতা, কমরদিয়া মধুপুরসহ ২৬ টিসহ মোট ৪৭টি স্কুলে প্রধান শিক্ষক নাই।ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট শূন্য পদের তালিকা প্রেরণ করা হয়েছে, সরকার যখন নিয়োগ প্রক্রিয়া করবে, তখন পূরণ করা সম্ভব হবে তিনি আর ও জানান এখানে কোন অফিসার এসে বেশি দিন থাকতে পারেন না অফিসিয়াল কিছু সমস্যা আছ
Created at 2014-11-20 09:30:03
Back to posts
UNDER MAINTENANCE